বছরের প্রথম শিরোপা অধরা থাকল, Malaysia Open-এর ফাইনালে জেতা হল না, তবু ইতিহাস সাত্ত্বিক-চিরাগের
Updated: 14 Jan 2024, 05:35 PM IST১৯৮৩ সাল থেকে পুরুষ ও মহিলাদের সিঙ্গলস এবং ডাবলসে কোনও ভারতীয় শাটলার মালয়েশিয়ান ওপেনের ফাইনালে ওঠেননি। তাই পুরুষদের ডাবলসের সেমিফাইনালে কোরিয়ান জুটিকে হারাতেই ইতিহাস গড়া হয়ে গিয়েছিল সাত্ত্বিক-চিরাগদের। তবে খেতাব না জেতার আফসোসটা থেকেই গেল।
গত বছর এশিয়ান গেমস এবং ইন্দোনেশিয়া ওপেন ১০০০ শিরোনামে শিরোপা জেতার পরে, ফর্মে থাকা ভারতীয় জুটি ফাইনালে প্রথম গেমে চিনা জুটির বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছিল। কিন্তু এর পরেই ঘুরে দাঁড়ান লিয়াং-ওয়াং। দ্বিতীয় গেম ২১-১৮ ব্যবধানে জিতে নেয় চিনা জুটি। এরপর ম্যাচ গড়ায় তৃতীয় গেমে। তাতেও এগিয়ে ছিলেন ওয়াং ও লিয়াং। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে সাত্বিক-চিরাগের ওপর চাপ বাড়াতে থাকেন ওয়াং ও লিয়াং।
পরবর্তী ফটো গ্যালারি