Derogatory Comment on Modi: চাপের মুখে কাজ, মোদীকে কদর্য কটাক্ষের পর পদ খোয়ালেন মলদ্বীপের তিন প্রতিমন্ত্রী
Updated: 07 Jan 2024, 07:07 PM IST‘অ্যাকশন নিতে দ্বিধা করা হবে না’, বক্তব্য মলদ্বীপের সরকারের। মোদীকে কদর্য কটাক্ষের পর সাসপেন্ড মলদ্বীপের ৩ মন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত কদর্যভাষায় সদ্য এক সোশ্যাল মিডিয়া পোস্টে কটাক্ষ করেছিলেন মলদ্বীপের প্রতিমন্ত্রী মারিয়াম শিউনা। এছাড়াও মলদ্বীপের আরও দুই প্রতিমন্ত্রীও মোদীর বিরুদ্ধে কদর্য ভাষা প্রয়োগ করেন। এরপরই ভারতের পুরনো জোটসঙ্গী মলদ্বীপের সরকার পদক্ষেপ করে। ওই তিন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সাসপেন্ড করেছে সেদেশের মহম্মদ মিইজুর সরকার। (ANI Photo)
(ANI) পরবর্তী ফটো গ্যালারি