MCFC vs EBFC, ISL 2023-24: ত্রাতা প্রভসুখন, সঙ্গে সংগঠিত রক্ষণ, মুম্বইয়ের সঙ্গে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল
Updated: 16 Dec 2023, 10:49 PM ISTএই ম্যাচ ড্র হওয়ার ফলে মুম্বই সিটি এফসি থাকল চারেই। ৮ ম্যাচ খেলে তাদের ১৬ পয়েন্ট। ৪টিতে তারা জিতেছে। ৪টি ম্যাচ ড্র হয়েছে। ইস্টবেঙ্গল আবার এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় লিগ টেবলের সাতে উঠে এল। ৯ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ২টি ম্যাচ তারা জিতেছে। চারটি ড্র করেছে। আর তিনটিতে হেরেছে।
পরবর্তী ফটো গ্যালারি