যদি স্বপ্নে এমন অবস্থায় মৃত ব্যক্তিকে দেখা যায় , যেখানে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে, বা খুব রাগ করতে দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তিনি কোনও সংকেত দিচ্ছেন। স্বপ্ন শাস্ত্র বলছে, আপনি সম্ভবত এমন কোনও কাজ করছেন যা আপনার পরিবারের মৃত ব্যক্তিটি পছন্দ করছেন না, আর তাই তিনি কাঁদছেন বা রাগ করছেন।
1/5দিনের নানান চিন্তা বা ক্লান্তি নিয়ে রাতের ঘুমোতে যান অনেকেই। অনেকে আবারহ স্বস্তি নিয়েও ঘুমোন। তবে ঘুমের আগে মাথায় যা কিছুই ঘুরে বেড়াক, ঘুমের মধ্যে দেখা স্বপ্নের প্রতিটির কিছু না কিছু অর্থ রয়েছে বলে মনে করা হচ্ছে। স্বপ্ন শাস্ত্র মতে বলা হচ্ছে প্রতিটি স্বপ্নেরই কিছু না কিছু ইঙ্গিত রয়েছে। তেমনই স্বপ্নে মৃত মানুষকে দেখার ক্ষেত্রেও রয়েছে একটি সংকেত। স্বপ্ন শাস্ত্র অনুসারে জানা যাক ,স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার ফলে কোন ইঙ্গিত দেওয়া হয়।
2/5মৃত ব্যক্তির কান্না বা রাগ: যদি স্বপ্নে এমন অবস্থায় মৃত ব্যক্তিকে দেখা যায় , যেখানে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে, বা খুব রাগ করতে দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তিনি কোনও সংকেত দিচ্ছেন। স্বপ্ন শাস্ত্র বলছে, আপনি সম্ভবত এমন কোনও কাজ করছেন যা আপনার পরিবারের মৃত ব্যক্তিটি পছন্দ করছেন না, আর তাই তিনি কাঁদছেন বা রাগ করছেন। এর অর্থ হল, এই কাজটি থেকে আপনাকে তিনি রুখতে চাইছেন, ওই কাজে আপনার ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
3/5স্বপ্নে মৃত ব্যক্তির সঙ্গে কথা- স্বপ্নে যদি কোনও মৃত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলেন, তাহলে সেই স্বপ্ন শুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, এই স্বপ্ন বলে দেয় যে, কোনও কাজ আসন্ন দিনে সম্পন্ন হতে চলেছে। আর তার শুরু এখন থেকেই হবে।
4/5স্বপ্নে কি মৃত ব্যক্তি পরামর্শ দিচ্ছেন- স্বপ্নে যদি দেখেন মৃত ব্যক্তি কিছু পরামর্শ দিচ্ছেন তাহলে তাকেও শুভ বলে মনে করা হয়। এর অর্থ, সেই মৃত ব্যক্তির পরামর্শে আপনার কোনও উপকার হতে পারে। আর সেই কারণেই তিনি পরামর্শ দিচ্ছেন।
5/5মৃত ব্যক্তির কথা বুঝতে না পারা- অনেক সময় স্বপ্ন এমন হয় যে সেখানে মৃত ব্যক্তির কথা বোঝা যায় না। এক্ষেত্রে সেই স্বপ্ন আপনাকে সচেতন থাকার ইঙ্গিত দিচ্ছে। আপনার সঙ্গে কোনও অপ্রিয় ঘটনা ঘটতে পারে বলে বার্তা দেয় এমন স্বপ্ন। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)