বাংলা নিউজ >
ছবিঘর >
মেট গালার রেড কার্পেটে টপলেস হলেন কারা দেলেভাইন! স্তন ঢাকা একজোড়া সোনার কভারে
মেট গালার রেড কার্পেটে টপলেস হলেন কারা দেলেভাইন! স্তন ঢাকা একজোড়া সোনার কভারে
Updated: 03 May 2022, 05:55 PM IST
লেখক Priyanka Bose
নেটদুনিয়ায় চর্চায় কারা দেলেভাইনের এই টপলেস লুক।
1/5ফ্যাশন জগতের সবচেয়ে বড় ইভেন্টগুলির মধ্যে মেট গালা। সেখানে অদ্ভুত পোশাকে নিজেদের মেলে ধরেন অভিনেতা-অভিনেত্রী। তারকা খচিত মেট গালায় পোশাকের নীচে আসল মেকআপ ঢেকে এসেছিলেন মডেল-অভিনেত্রী কারা দেলেভাইন।
2/5তিনি একটি লাল Dior Haute Couture স্যুটের সঙ্গে হাঁটার লাঠি এবং মানানসই প্ল্যাটফর্ম হিল পরে এসেছিলেন। রেড কার্পেটে এসে জ্যাকেট খুলে ফেলে সকলকে অবাক করেছেন তিনি। তাঁর বক্ষদেশ খোলা, উজ্জ্বল সোনার বডি পেইন্টে ঢাকা।
3/5২০২২ সালে অনুষ্ঠিত মেট গালায় কারা দেলেভাইনের এই লুক নজর কেড়েছে নেটিজেনের। বছর ২৯-এর অভিনেত্রী শালীনতা রক্ষা করার জন্য শুধুমাত্র এক জোড়া সোনার কভার দিয়ে স্তন ঢেকেছিলেন। গলায় এবং সারা শরীর জুড়ে একাধিক চেন পরেছেন।
4/5টপলেস হওয়ার পরে ফটোগ্রাফারদের জন্য পোজ দেন কারা দেলেভাইন। এই বছরের মেট গালার থিম ‘ইন আমেরিকা: অ্যান অ্যানথোলজি অফ ফ্যাশন’।
5/5‘২০২২ মেট গালা’য় সহ-সভাপতি লিন-ম্যানুয়েল মিরান্ডা, রেজিনা কিং, ব্লেক লাইভলি এবং রায়ান রেনল্ডস। এই বছরের ইভেন্টের ড্রেস কোড 'গিল্ডেড গ্ল্যামার', আমেরিকার ইতিহাসে শতাব্দীর সোনালি যুগ থেকে অনুপ্রাণিত।