টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, অজিত মোহন এবার প্রতিদ্বন্দ্বী সংস্থা স্ন্যাপ-এ যোগ দেবেন। Snap-এ এশিয়া-প্যাসিফিক ডিভিশনের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেবেন তিনি।
1/5পদত্যাগ করলেন ভারতে মেটা-র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর, অজিত মোহন। গত ৪ বছর ধরে এই পদে ছিলেন তিনি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক সংস্থা মেটা। বৃহস্পতিবার তাঁর পদত্যাগের খবর জানায় সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, অজিত মোহন এবার প্রতিদ্বন্দ্বী সংস্থা স্ন্যাপ-এ যোগ দেবেন। Snap-এ এশিয়া-প্যাসিফিক ডিভিশনের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেবেন তিনি। ফাইল ছবি: পিটিআই (Reuters)
3/5অজিত মোহনের তত্ত্বাবধানে মেটা বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। নয়া আইটি নীতি, ঘৃণামূলক পোস্ট নিয়ন্ত্রণ নীতি ইত্যাদি বেশ কিছু জটিল বিষয় সামলেছেন তিনি। ছবি : রয়টার্স (Reuters)
4/5আপাতত মেটা ইন্ডিয়ার ডিরেক্টর এবং হেড অফ পার্টনারশিপস, মণীশ চোপড়াকে এই পদের দায়িত্ব দেওয়া হবে। সংস্থার এক মুখপাত্র রয়টার্সকে এমনটাই জানিয়েছেন। ফাইল ছবি: এপি (Reuters)
5/5ভারতের কর্পোরেট ক্ষেত্রে অন্যতম সফল ব্যক্তিত্ব অজিত মোহন। ক্ষুরধার বুদ্ধি ও দূরদর্শিতার মাধ্যমে বিনোদন সংস্থা স্টারের ভোল পাল্টে দেন তিনি। বর্তমানে যে হটস্টারে সকলে খেলা দেখেন, সেই স্ট্রিমিং পরিষেবা তৈরির ক্ষেত্রে অন্যতম মাথা ছিলেন অজিত। বাকিটা ইতিহাস। ফাইল ছবি: ডিজনি+হটস্টার (Reuters)