Microsoft Hacked by Russia: মাইক্রোসফটের ওপর সাইবার হানা, রুশ সরকারের মদতেই হ্যাকিং, দাবি মার্কিন সংস্থার
Updated: 20 Jan 2024, 08:58 AM ISTমার্কিন প্রযুক্তি সংস্থা তথা বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি মাইক্রোসফটের ওপর সাইবার হানা চালানো হয়েছে বলে জানা গেল। সম্প্রতি এই নিয়ে তথ্য প্রকাশ করেছে সত্য নাডেলার সংস্থা। রিপোর্ট অনুযায়ী, মাইক্রোসফটের কর্পোরেট ইমেস সিস্টেম হ্যাক করা হয়েছিল। রুশ সরকারের মদতে হ্যাকাররা এই কাজ করেছিল বলে অভিযোগ।
পরবর্তী ফটো গ্যালারি