2/12বিয়ের আগেই বধূবেশে একটি ফটোশ্যুট করেন প্রমিতা। ক্যাপশনে লেখেন, বধূ রূপে শ্যুটের মাঝেই আইবুড়ো ভাত'।
3/12ফটোশ্যুটের মাঝেই অভিনেত্রী প্রমিতার জন্য আয়োজন করা হয় আইবুড়ো ভাতের। মেনুতে ছিল সব বাঙালি খাবার।
4/12ফটোশ্যুটের মাঝে সেটে কলিগদের সঙ্গে প্রমিতা।
5/12অন্যদিকে 'জীবনসাথী'র সেটে রুদ্রজিতের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করা হয়।
6/12সেটে আইবুড়ো ভাত খাওয়ার ছলি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘আমি আজ খুবই আপ্লুত এই ভালোবাসার জন্যে! স্নেহশীষ দা আমি সত্যিই আপনাকে মিস করেছি এবং জানি যে আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে থাকে এবং থাকবে। জীবন সাথির সকল সদস্যদের আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই। এই আইবুড়ো ভাত আয়োজনের জন্য আমি অত্যন্ত খুশি, যে মুহুর্তটি আমার চিরকাল মনে থাকবে। ❤️’ (ছবি ইনস্টাগ্রাম)