চলতি মাসের গোড়ার দিকেই মঙ্গল রাশি পরিবর্তন করেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৭ মে সকাল ৯ টা ৩০ মিনিট পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবেন মঙ্গলদেব। সেইসময় পর্যন্ত কোন কোন রাশির জাতকদের সমস্যার মুখে পড়তে হবে, তা জেনে নিন -
1/5কর্কট রাশি- কর্কট রাশির অষ্টম স্থানে গোচর হয়েছে মঙ্গলের। কর্কট রাশির পঞ্চম এবং দশম স্থানের অধিপতি হলেন মঙ্গলদেব। মঙ্গলের গোচরের সময় কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। আর্থিক দিক থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। (ছবিটি প্রতীকী)
2/5তুলা রাশি- আপনার রাশির দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি হলেন মঙ্গল। এই সময় তুলা রাশির পঞ্চম স্থানে মঙ্গলের গোচর হবে। জীবনে উত্থান-পতনের সাক্ষী থাকতে হয়েছে। কারও থেকে ধার নেবেন না। যে কোনওরকম বিনিয়োগ এড়িয়ে চলুন। (ছবিটি প্রতীকী)
3/5বৃশ্চিক রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনি কিছুটা আক্রমণাত্মক থাকবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। অর্থ বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন না। সমস্যার মুখে পড়তে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য Pixabay)
4/5মকর রাশি- আপনার রাশির চতুর্থ এবং একাদশ স্থানের অধিপতি হলেন মঙ্গল। গোচরের সময় পারিবারিক সমস্যার মুখে পড়তে পারেন। আপনার কথাবার্তায় কাঠিন্য আসতে পারে। ছোটো ছোটো বিষয়ে রেগে যেতে পারেন। এই সময় সংযমী থাকতে হবে। গোচরকালের সময় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ক্ষতি হতে পারে। (ছবিটি প্রতীকী)
5/5মীন রাশি- মীন রাশির দ্বিতীয় এবং নবম স্থানের অধিপতি হলেন মঙ্গলদেব। এই সময় মীন রাশির দ্বাদশ স্থানে মঙ্গল গোচর করবেন। মীন রাশির জাতকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হতে পারে। বিভিন্ন কাজে ব্যর্থ হতে পারেন মীন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি খারাপ হতে পারে। পারিবারিক জীবন কষ্টকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)