বাংলা নিউজ > ছবিঘর > Mysterious bag with Chinese Diplomats: অদ্ভূত আকারের রহস্যজনক ব্যাগ নিয়ে দিল্লির তাজ হোটেলে এসেছিলেন চিনা কূটনীতিকরা

Mysterious bag with Chinese Diplomats: অদ্ভূত আকারের রহস্যজনক ব্যাগ নিয়ে দিল্লির তাজ হোটেলে এসেছিলেন চিনা কূটনীতিকরা

সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে হোটেলে 'ঝামেলা' করেন চিনা কূটনীতিকরা। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। দাবি করা হয়েছে, দিল্লির তাজ হোটেলে একটি অদ্ভূত আকারের রহস্যজনক ব্যাগ নিয়ে এসেছিলেন চিনা কূটনীতিকরা। সেই ব্যাগটিকে খুলে পরীক্ষা করতে দেননি তারা।