বাংলা নিউজ > ছবিঘর > লাদাখের স্মৃতিসৌধে খোদাই করা হল গালওয়ানে শহিদ ২০ জওয়ানের নাম, দেখুন ছবি

লাদাখের স্মৃতিসৌধে খোদাই করা হল গালওয়ানে শহিদ ২০ জওয়ানের নাম, দেখুন ছবি

দলে ভারী ছিল বিপক্ষ চিন সেনা। ছিল অস্ত্র। তা সত্ত্বেও প্রাণপণ লড়াই করেছিলেন তাঁরা। এক ইঞ্চিও জমি ছাড়েননি। শহিদ হয়েছিলেন ২০ জন জওয়ান। শনিবার লাদাখের স্মৃতিসৌধে তাঁদের নাম খোদাই করা হল। দেখুন সেই ছবি -