বাংলা নিউজ >
ছবিঘর >
এর আগে মন্দিরে পুজো দিয়ে ট্রোলড হয়েছিলেন সারা, এবার মিলল প্রশংসা
এর আগে মন্দিরে পুজো দিয়ে ট্রোলড হয়েছিলেন সারা, এবার মিলল প্রশংসা
Updated: 16 Jan 2022, 12:33 PM IST
লেখক Priyanka Bose
সারা-অমৃতার ছবিতে মজে নেটদুনিয়া। ‘মিষ্টি মা-মেয়ের জুটি’, মহাকালেশ্বর মন্দিরে সারা-অমৃতার ছবি দেখে মুগ্ধ নেটিজেন। ছবি দেখে ভালোবাসা প্রকাশ অনুরাগীদের।
1/5মা অমৃতা সিং-এর সঙ্গে সম্প্রতি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী সারা আলি খান। তীর্থক্ষেত্রে গিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই পুজো দেন সারা। সেই ছবি শেয়ারও করেন নেটদুনিয়ায়। (ছবি ইনস্টাগ্রাম)
2/5শনিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে দাঁড়িয়ে একাধিক ছবি পোস্ট করেন সারা। ক্যাপশনে লিখেছেন, ‘মা আর মহাকাল।’
4/5মা-মেয়ের এই ছবি দেখে মুগ্ধ নেটিজেন। ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। অনেক নেটিজেনের মন্তব্য, ‘মিষ্টি মা-মেয়ে।’ কারও মন্তব্য, ‘মিষ্টি মা-মেয়ের জুটি’।
5/5দিল্লির গুরুদ্বার থেকে অসমের কামাক্ষ্যায় পুজো দিতে দেখে গেছে সারাকে। এর আগে মন্দিরে পুজো দিয়ে ট্রোলড হয়েছিলেন সারা, এবার এল প্রশংসা। মহাকালেশ্বর মন্দিরে মায়ের সঙ্গে পুজো দিলেন সারা আলি খান।