বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে এক্সবিবি.১.৫ কোভিড ভ্যারিয়েন্টকে প্রথমে খুঁজে পাওয়া গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ধিরে ধিরে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের ২৮ টি দেশে। যে গতিতে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে, তা নিয়েই উদ্বেগ বাড়ছে।
1/6কোভিডের নয়া দানবীয় ভ্যারিয়েন্টের নাম ক্র্যাকেন! মূলত, এক্সবিবি.১.৫ এর ‘ডাকনাম’ হল 'ক্র্যাকেন'। এই ক্র্যাকেন শব্দের অর্থ হল কাল্পনিক এক সামুদ্রিক দানব। সেই নামের সূত্র ধরে যদি এগোনো যায়, তাহলে প্রশ্ন উঠতেই পারে ২০২৩ সালে করোনার নতুন এই সাবভ্যারিয়েন্ট কতটা দানবীয় আকারে ছড়িয়ে পড়তে পারে বিশ্ব জুড়ে? যার উত্তরে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। . (REPRESENTATIVE IMAGE) (PTI)
2/6বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে এক্সবিবি.১.৫ কোভিড ভ্যারিয়েন্টকে প্রথমে খুঁজে পাওয়া গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ধিরে ধিরে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের ২৮ টি দেশে। যে গতিতে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে, তা নিয়েই উদ্বেগ বাড়ছে। অক্টোবরে এর সন্ধান প্রথম পাওয়া গেলেও, ডিসেম্বরের শেষে তার সংখ্যা দ্বিগুণ হতে শুরু করেছে। যা ২০২৩ জানুয়ারিতেও ক্রমেই ছড়িয়ে পড়ছে। (AP Photo/Wayne Zhang) (PTI)
3/6ক্র্যাকেন ভ্যারিয়েন্ট কী- মূলত করোনার বিএ.২.৭ ভ্যারিয়েন্ট ও বিএ২.১০.১ ভ্যারিয়েন্টের সংমিশ্রণ এই ক্র্যাকেন ভ্যারিয়েন্ট। এরআগে দেখা গিয়েছে এই এক্সবিবি ভ্যারিয়েন্ট দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। তার জেরে ভারতের মতো দেশে দেখা গিয়েছে করোনার স্রোত। এরপর 'ক্র্যাকেন' কে ঘিরে শুরু হয়েছে উদ্বেগ। REUTERS/Eric Gaillard (PTI)
4/6ক্র্যাকেন ভ্যারিয়েন্টের উপসর্গ- কেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন মিকায়েলিস বলছেন, ক্র্যাকেন ভ্যারিয়েন্টের আলাদা করে সেভাবে কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। এর উপসর্গ ওমিক্রনের বাকি ভ্যারিয়েন্টের মতোই। এনএইচএস জানাচ্ছে, নতুন করে কোভিড ছড়ানোর ক্ষেত্রে যে উপসর্গ দেখা যাচ্ছে, তারমধ্যে কাঁপুনি দিয়ে জ্বর, উচ্চ তাপমাত্রা, শ্বাসকষ্ট, ক্রমাগত কাশি (অন্তত ২৪ ঘণ্টা টানা), ক্লান্তি, গায়ে ব্যথা, খিদে কম, মাথার যন্ত্রণা, গলা ব্যথা, নাকে সর্দিভাব, ডায়ারিয়া রয়েছে। (PTI Photo) (PTI)
5/6কতটা ভয়ঙ্কর ক্র্যাকেন- বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসর্তকতাতেই ছড়িয়ে যেতে পারে ক্র্যাকেন। বিশেষজ্ঞরা বলছেন, টেস্টিং এর জন্য চালিয়ে যেতে হবে। এই কোভিড ভ্যারিয়েন্ট ইংল্যান্ডের ৪ শতাংশ সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে তাৎপর্যবাহী। বলা হচ্ছে, এই ভ্যারিয়েন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে আটকে দেয়। ফলে সতর্কতা জরুরি। (PTI Photo/Ravi Choudhary) (PTI)
6/6‘সেল’ পত্রিকায় প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে যে, কোভিডের ভ্যাকসিনের ক্ষেত্রে এই ‘ক্র্যাকেন’ ভ্যারিয়েন্ট বেশ ভয়ানক। যার সবচেয়ে বেশি সংক্রমিত করার ক্ষমতা রয়েছে, সেই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সাবধানতা অত্যন্ত জরুরি। (PTI Photo) (PTI)