বাংলা নিউজ > ছবিঘর > New Labour Code Leaves Rule: এতগুলি ছুটি পড়ে আছে? কর্মীদের টাকা দিতে বাধ্য হবে অফিস, আসছে নিয়ম- রিপোর্ট

New Labour Code Leaves Rule: এতগুলি ছুটি পড়ে আছে? কর্মীদের টাকা দিতে বাধ্য হবে অফিস, আসছে নিয়ম- রিপোর্ট

ছুটি চাইলেও বিভিন্ন কারণে তাতে অনুমোদন দেওয়া হচ্ছে না? ফলে খাতায়কলমে প্রচুর ছুটি থাকলেও কোনও লাভ হচ্ছে না? সেই ধারায় ইতি পড়তে চলেছে। কারণ কোনও ক্যালেন্ডার বর্ষের শেষে কোনও কর্মীর যদি একটি নির্দিষ্ট সীমার বেশি ‘পেড লিভ’ বকেয়া থাকে, তাহলে সংশ্লিষ্ট সংস্থাকে ওই কর্মীকে টাকা দিতে হবে।