NExT for Postgraduate medical studies: উঠে যাচ্ছে NEET PG, বদলে কবে থেকে চালু হবে NExT পরীক্ষা?
Updated: 09 Jun 2023, 07:52 AM ISTখুব সম্ভবত এবছরই শেষবার অনুষ্ঠিত হতে চলেছে নিট-পিজি (NEET PG) পরীক্ষা। রিপোর্ট অনুযায়ী, আগামী বছর থেকেই নিট-পিজি’র বদলে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট (NExT) অনুষ্ঠিত হতে পারে। এই আবহে ‘নেক্সট’-এর মাধ্যমেই পোস্টগ্র্যাজুয়েশনে ভরতি করা হবে ডাক্তারি পড়ুয়াদের।
পরবর্তী ফটো গ্যালারি