Naveen Praises Modi: নবীন পট্টনায়েকের গলায় মোদীস্তুতি, প্রধানমন্ত্রীকে ১০ নম্বরে কত দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী?
Updated: 25 Sep 2023, 01:40 PM ISTএকদা এনডিএ-তেই ছিল নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। তবে মোদী জমানায় এনডিএ থেকে বেরিয়ে যায় বিজেডি। তবে সাম্প্রতিককালে নবীন পট্টনায়েক বিজেপিকে নিয়ে সুর নরম করেছেন। একাধিক ইস্যুতে সংসদে তাঁর দল বিজেপিকে সমর্থন করেছে। আর এখন সরাসরি মোদীর প্রশংসা করতে শোনা গেল নবীন পট্টনায়েককে।
পরবর্তী ফটো গ্যালারি