বাংলা নিউজ > ছবিঘর > Old Pension Scheme: 'OPS-এর বিরুদ্ধে নই', বললেন ফড়ণবীস, তাহলে কি পুরনো পেনশন নিয়ে নীতি বদল বিজেপির?

Old Pension Scheme: 'OPS-এর বিরুদ্ধে নই', বললেন ফড়ণবীস, তাহলে কি পুরনো পেনশন নিয়ে নীতি বদল বিজেপির?

ওপিএস নিয়ে বিশাল চাপে মহারাষ্ট্র সরকার। সরকারি কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সেই রাজ্যে। এর জেরে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে সেই রাজ্যে এখন বোর্ড পরীক্ষা চলছে। তবে সরকারি কর্মীদের ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছে পরীক্ষার্থীরাও। এই আবহে ওল্ড পেনশন স্কিম নিয়ে 'কেন্দ্রীয় নীতি' ভুলে অন্য 'বার্তা' শোনা গেল বিজেপি নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের গলায়।