ইতিমধ্যে টিকা নেওয়া বা যারা COVID-19 রোগ থেকে সেরে উঠেছেন তাদের মধ্যেও সংক্রমণ ঘটাচ্ছে।
1/6সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেছেন, করোনভাইরাসটির ওমিক্রন রূপটি ডেল্টা বৈকল্পিকের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যে টিকা নেওয়া বা যারা COVID-19 রোগ থেকে সেরে উঠেছেন তাদের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/6ডেল্টার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন ভেরিয়েন্ট। সোমবার এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান। (রয়টার্স) (REUTERS)
3/6সবচেয়ে আশঙ্কার বিষয় হল, ইতিমধ্যেই টিকাপ্রাপ্ত বা যাঁদের একবার কোভিড হয়ে গিয়েছে, তাঁদেরও সংক্রমণ হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/6WHO-এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, ওমিক্রন দিব্যি বিভিন্ন মাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঘায়েল করছে। এর অর্থ হল, যে যে দেশে বুস্টার ডোজ শুরু হয়েছে, সেখানে কম রোগ প্রতিরোধ শক্তিসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া উচিত্। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/6ওমিক্রন কিছু COVID-19 ভ্যাকসিন দ্বারা উত্পন্ন অ্যান্টিবডি এড়াতে পারদর্শী, বলছেন WHO-এর আধিকারিকরা। তবে তার মানে কিন্তু কখনই এই নয় যে ভ্যাকসিন সম্পূর্ণ অপ্রয়োজনীয়। 'আমরা কখনই বলছি না যে সমস্ত টিকাই সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাবে,' জানান স্বামীনাথন। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
6/6WHO-র বিশেষজ্ঞ আবদি মাহামুদ বলেন, 'যদিও আমরা নিউট্রালাইজেশন অ্যান্টিবডিগুলির হ্রাস লক্ষ্য করছি, তা সত্ত্বেও প্রায় সমস্ত ডেটাই দেখাচ্ছে যে টি-সেলগুলি অক্ষত রয়েছে। এটিই আমাদের প্রয়োজন।' (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)