বাংলা নিউজ > ছবিঘর > Opposition on LPG Cylinder Price Slash: গ্যাসের দামেই ভোটের অঙ্ক, ‘রাখীর উপহার’, বলল সরকার, কৃতিত্ব নিতে ব্যস্ত বিরোধীরা

Opposition on LPG Cylinder Price Slash: গ্যাসের দামেই ভোটের অঙ্ক, ‘রাখীর উপহার’, বলল সরকার, কৃতিত্ব নিতে ব্যস্ত বিরোধীরা

মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়, গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমানো হচ্ছে। এরপরই মোদী এটাকে 'রাখীর উপহার' বলে আখ্যা দিয়েছিলেন। যদিও বিরোধীরা দাবি করছেন, তাদের চাপেই সরকার দাম কমাতে বাধ্য হয়েছে। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।