ISI agent arrested: ভারতীয় দূতাবাস থেকে তথ্য পাচারের অভিযোগ! পাক গুপ্তচর পাকড়াও মীরাটে! ISI এজেন্ট কীভাবে জাল ছড়াত?
Updated: 04 Feb 2024, 02:13 PM ISTভারতীয় দূতাবাসে কর্মরত ছিল ওই পাক গুপ্তচর। মীরটে ত... more
ভারতীয় দূতাবাসে কর্মরত ছিল ওই পাক গুপ্তচর। মীরটে তাকে গ্রেফতার করা হয়েছে! রয়েছে তথ্য পাচারের অভিযোগ। কীভাবে তাকে গ্রেফতার করা হল?
কীভাবে গ্রেফতার করা হল- জানা গিয়েছে, উত্তর প্রদেশের এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড) একটি সূত্র মারফৎ খবর পেয়েছিল এক গুপ্তচরের। যে গুপ্তচর ভারতের দূতাবাসে কর্মরত বলে খবর ছিল তাদের কাছে। খবর এও ছিল যে, রাশিয়ার মস্কোতে ভারতের দূতাবাসে সে কর্মরত। এরপরই নির্দিষ্ট তথ্য পেয়ে সত্যেন্দ্র সিওয়ালকে জেরা করে এটিএস।
(প্রতীকী ছবি ANI Photo/Shrikant Singh)
(Shrikant Singh) পরবর্তী ফটো গ্যালারি