বাংলা নিউজ > ছবিঘর > Parliament special session on Ganesh Puja: বিঘ্নহর্তায় ভরসা মোদীর! গণেশ পুজোয় নয়া সংসদ ভবনে হবে বিশেষ অধিবেশন- রিপোর্ট

Parliament special session on Ganesh Puja: বিঘ্নহর্তায় ভরসা মোদীর! গণেশ পুজোয় নয়া সংসদ ভবনে হবে বিশেষ অধিবেশন- রিপোর্ট

আগামী ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। পাঁচদিনের সেই বিশেষ অধিবেশন হবে। তবে সেই বিশেষ অধিবেশনে কী কী আলোচনা হবে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বিস্তারিতভাবে জানানো হয়নি। তারইমধ্যে গণেশ পুজোয় নয়া সংসদ ভবনে বিশেষ অধিবেশন হওয়ার বিষয়টি সামনে এল।