রবিবার মণীশ সিসোদিয়াকে টানা ৯ ঘণ্টা সিবিআই হেডকোয়ার্টারে আবগারী নীতি সম্পর্কিত দুর্নীতি মামলায় জেরা করে তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২০২১-২২ সালের ওই মামলায় মণীশ সমেত ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতির।দিল্লি সরকারের আবগারী নীতিতে কিছু অনিয়ম রয়েছে বলে অভিযোগ ওঠে।
1/6রবিবার সকালেই তিনি সিবিআই হেডকোয়ার্টারে যাওয়ার আগে সমর্থকদের প্রতি বার্তায় জানান যে জেলে যেতে তিনি ভীত নন। এদিকে, সন্ধ্যা গড়াতেই জানা যায়, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। মণীশের বিরদ্ধে অবৈধ আবগারী নীতি নিয়ে রয়েছে দুর্নীতির অভিযোগ। সকালে তাঁর জেরা পর্বের পরই সন্ধ্যায় গ্রেফতার হন দিল্লির উপমুখ্যমন্ত্রী। ঠিক কী ঘটেছিল সিবিআই হেডকোয়ার্টারে। দেখে নেওয়া যাক। (Twitter) (HT_PRINT)
2/6রবিবার মণীশ সিসোদিয়াকে টানা ৯ ঘণ্টা সিবিআই হেডকোয়ার্টারে আবগারী নীতি সম্পর্কিত দুর্নীতি মামলায় জেরা করে তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, ২০২১-২২ সালের ওই মামলায় মণীশ সমেত ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতির।দিল্লি সরকারের আবগারী নীতিতে কিছু অনিয়ম রয়েছে বলে অভিযোগ ওঠে। (PTI Photo/Arun Sharma)(PTI02_26_2023_000261A) (HT_PRINT)
3/6এরপর এই মামলার চার্জশিট তৈরি হয় ২৫.১২.২০২২ তারিখে। চার্জশিটে নাম ছিল মুম্বইয়ের একটি সংস্থার সিইও ও ৬ জনের বিরুদ্ধে। ১৮ ফেব্রুয়ারি সিসোদিয়াকে তদন্তে যোগ দিতে বলা হয়। তাঁর আগাম ব্যবস্ততার দরুন তিনি ১ সপ্তাহের সময়সীমা চেয়ে নেন। (PTI Photo/Manvender Vashist Lav)(PTI02_26_2023_000175A) (HT_PRINT)
4/6এরপর ২০২২ সালের ১৭ অক্টোবর সিবিআই তদন্তে জেরার জন্য মণীশ সিসোদিয়াকে ডেকে পাঠায়। সেটি ছিল দ্বিতীয়বার। প্রথম জেরার সময় যে উত্তরগুলি তিনি এড়িয়ে গিয়েছিলেন, তা পেতেই দ্বিতীয় জেরা ছিল, বলে সিবিআই জানায়। ততদিনে মণীশের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে ছিল বেশ কিছু তথ্য প্রমাণ। (PTI Photo)(PTI02_26_2023_000158A) (HT_PRINT)
5/6সিবিআই জানিয়েছে, 'তদন্তে সহযোগিতা না করায়, ও কিছু প্রশ্নের উত্তর এলোমেলোভাবে দেওয়ায়' যাওয়ায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, সিসোদিয়াকে এবার আদালতে পেশ করা হবে। PTI Photo/Manvender Vashist Lav)(PTI02_26_2023_000141A) (HT_PRINT)
6/6যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি মণীশ সিসোদিয়া সম্পূর্ণ নির্দোষ, তাঁর গ্রেফতারি রাজনৈতিক। কেজরিওয়াল বলেন, যে মানুষরা সব কিছু দেখছেন, তাঁরা সকলেই আম আদমি পার্টির সঙ্গে রয়েছেন। (PTI Photo/Manvender Vashist Lav)(PTI02_26_2023_000176A) (HT_PRINT)