২০১৮ সাল থেকে অবৈধ উপায়ে যাঁরা ভাতা পেয়েছেন, তাঁদের পুরো টাকা ফেরত দিতে বলা হয়েছে। কৃষকরা সরকারি টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
1/6উত্তরপ্রদেশে প্রায় ৩ লক্ষ কৃষককে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ফেরতের নোটিশ। পিএম কিষানের টাকা শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া কৃষকদের প্রাপ্য। কিন্তু সেই ভাতাই পান বহু স্বচ্ছল, কর প্রদানকারী বড় কৃষকও। তাঁদের থেকে সেই টাকা ফেরত নিতে চাইছে সরকার। আগামিদিনে তাঁদের ভাতা বাতিলও করা হবে। ছবি : পিএম কিষান (PM Kisan)
2/6২০১৮ সাল থেকে অবৈধ উপায়ে যাঁরা ভাতা পেয়েছেন, তাঁদের পুরো টাকা ফেরত দিতে বলা হয়েছে। কৃষকরা সরকারি টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PM Kisan)
3/6কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী এবং কৃষকরা যাঁরা ১০ হাজার টাকারও বেশি পেনশন পান, তাঁরা এই সুবিধা পাবেন না। যে কৃষকরা গত আর্থিক বছরে আয়কর দিয়েছিলেন, GST দেন, তাঁরাও এর সুবিধা থেকে বঞ্চিত হবেন। এটি শুধুমাত্র ক্ষুদ্র, প্রান্তিক কৃষিজীবীদের জন্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PM Kisan)
4/6অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই অবৈধ সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে।। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PM Kisan)
5/6স্কিমের অধীনে বছরে তিন বার মোদী সরকার কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা দেওয়া হয়। অর্থাত্ বছরে ৬ হাজার টাকা। ফাইল ছবি : এএনআই (PM Kisan)
6/6যদিও মীরাটের এক ক্ষুদ্র ফুলচাষীর দাবি, 'বিভ্রান্তিকর। আমরা এই স্কিমের জন্য আবেদনই করিনি।' তিনি আরও বলেন, 'আমরা একটি সাধারণ নিয়মমাফিক প্রশাসনকে আমাদের কৃষিকাজের ডেটা সরবরাহ করেছিলাম। তারপর টাকা আপনা-আপনিই আসতে শুরু করে।' ছবি : পিএম কিষান পোর্টাল (PM Kisan)