Modi on Article 370: 'জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোগোতেও পদ্ম...', ৩৭০ ধারা নিয়ে শ্রীনগরে ছক্কা মোদীর
Updated: 07 Mar 2024, 03:03 PM IST৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম উপত্যকায় পা রাখলেন নরেন্দ্র মোদী। বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল, এই ৩৭০ ধারা বাতিল করতে হবে। ২০১৯ সালে সেই কাজটা করতে পেরেছিল মোদী ২.০ সরকার। এরপর এই বিগত ৫ বছরে একবারও কাশ্মীরে পা রাখেননি মোদী। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে শ্রীনগরে এলেন মোদী।
পরবর্তী ফটো গ্যালারি