Raghuram Rajan on OPS vs NPS: 'ওপিএস ফিরিয়ে আনলে...', 'BJP-র সুরই' শোনা গেল রঘুরাম রাজনের গলায়!
Updated: 17 Dec 2023, 02:37 PM ISTবিজেপির বিরুদ্ধে অঙ্ক কষতে এবং সরকারি কর্মীদের মন জয় করতে পুরনো পেনশন স্কিম নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে পুরনো পেনশন স্কিম চালুর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কোথাও কোথাও তা চালু করা হয়। এই আবহে এবার আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন দাবি করেন, ওপিএস রাজ্য সরকারগুলির জন্য ভালো নয়।
পরবর্তী ফটো গ্যালারি