বাংলা নিউজ >
ছবিঘর > Tata গ্রুপের এই শেয়ারে হতে পারে লাভ, লগ্নি করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালারও
Tata গ্রুপের এই শেয়ারে হতে পারে লাভ, লগ্নি করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালারও Updated: 16 May 2022, 09:13 PM IST
Soumick Majumdar
দুটি ব্রোকারেজ সংস্থা - মতিলাল ওসওয়াল এবং আইসিআইসিআই সিকিউরিটিজ স্টকটি কেনার পরামর্শ দিচ্ছে। মতিলাল ওসওয়াল বলছে, টাইটানের শেয়ারের টার্গেট মূল্য ২,৯০০ টাকা রাখা যেতে পারে। 1/5 টাটা গ্রুপের শেয়ারে বিনিয়োগ করতে চান? সেক্ষেত্রে টাইটানের শেয়ারে বিনিয়োগ করতে পারেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters) 2/5 স্টক মার্কেটের বিগ বুল, রাকেশ ঝুনঝুনওয়ালাও টাটা গ্রুপের এই স্টকে টাকা রেখেছেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters) 3/5 দুটি ব্রোকারেজ সংস্থা - মতিলাল ওসওয়াল এবং আইসিআইসিআই সিকিউরিটিজ স্টকটি কেনার পরামর্শ দিচ্ছে। সোমবার টাইটানের শেয়ার ১.৪০% বেড়েছে। বর্তমানে এটি ২,১২০.৯৫ টাকায় রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters) 4/5 মতিলাল ওসওয়াল বলছে, টাইটানের শেয়ারের টার্গেট মূল্য ২,৯০০ টাকা রাখা যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters) 5/5 টাইটানের মোট ১,৮৮,৬৯৮ কোটি টাকার মার্কেট ক্যাপ। এটি গত এক বছরে ৪৬%-এরও বেশি রিটার্ন দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Reuters) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি