বাংলা নিউজ > ছবিঘর > Rishi Sunak in Akshardham Temple: একসঙ্গে ছাতায় হাত, সকাল সকাল অক্ষরধাম মন্দিরে ঋষি ও স্ত্রী অক্ষতা, ভাইরাল ছবি

Rishi Sunak in Akshardham Temple: একসঙ্গে ছাতায় হাত, সকাল সকাল অক্ষরধাম মন্দিরে ঋষি ও স্ত্রী অক্ষতা, ভাইরাল ছবি

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরুর আগেই অবশ্য তিনি পৌঁছে যান দিল্লির অক্ষরধম মন্দিরে। স্ত্রীকে নিয়ে সেখানে আজ পুজো দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁদের প্রার্থনার ছবি মন্দিরের তরফে পোস্ট করা হয়। তা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।