আজ থেকে বিভিন্ন ব্যাঙ্কের ব্রাঞ্চে বদলে দেওয়া হবে ২০০০ টাকার নোট। এই প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই আবহে আরবিআই গভর্নর সোমবারই অভয় প্রদান করেছন জনসাধারণকে। তাড়াহুড়ো করতে বারণ করেছেন তিনি। তবে এরই মধ্যে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে এই প্রক্রিয়া নিয়ে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে জানুন বিশদ।
1/6পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের মোট ৯০০০ শখা এবং আরবিআই-এর আঞ্চলিক শাখায় ২০০০ টাকার নোট বদলানো যাবে। সর্বাধিক ১০টি করে ২০০০ টাকার নোট বদলানো যাবে ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নোট বদলের জন্য কোনও পরিচয়পত্র লাগবে না। অন্যান্য যেকোনও ব্যাঙ্কের শাখাতেও নোট বদলের জন্য কোনও নথির প্রয়োজন নেই বলে জানা গিয়েছে আরবিআই-এর সর্বশেষ আপডেট অনুযায়ী। (PTI)
2/6এদিকে আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে, প্রয়োজনে ২০০০ টাকার নোট বদলের জন্য পৃথক কাউন্টার খোলা যেতে পারে। তবে তা প্রয়োজনের ভিত্তিতেই খোলা হবে। যদি কোনও শাখা মনে করে যে তাদের এখানে ২০০০ টাকার নোট বদলের জন্য সেভাবে ভিড় হচ্ছে না, তাহলে সাধারণ কাউন্টারেই সেই লেনদেন হতে পারে। এদিকে কোনও ব্যাঙ্কের শাখায় আপনার অ্যাকাউন্ট না থাকলেও সেখান থেকে ২০০০ টাকার নোট বদল করত পারবেন আপনি। (PTI)
3/6এদিকে যদি ২০০০ টাকার নোট বদল না করে তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে চান, তাহলে তার ওপর কোনও বাধ্যবাধকতা নেই। যত ইচ্ছে তত পরিমাণ টাকা জমা করতে পারবেন আপনি। তবে সেক্ষেত্রে স্বভাবতই টাকার পরিমাণ ৫০ হাজার বা তার অধিক হলে প্যান কার্ডের যাবতীয় তথ্য ব্যাঙ্কে জমা দিতে হবে। তারপর অনায়াসে ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন আপনি। এতে নোট বদলের ঝামেলাও পোহাতে হবে না। শুধু মাত্র সাধারণ লাইনে দাঁড়িয়ে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে দেবেন। (PTI)
4/6ব্যাঙ্কে নোট বদল শুরুর আগেই অনেকেই পেট্রোল পাম্পে ২০০০ টাকার নোট বদলের চেষ্টা চালাচ্ছেন। কোথাও কোথাও তা হচ্ছে, কোথাও আবার পাম্পের লোকেরা মানা করে দিচ্ছেন। এরই মধ্যে গতকাল ২০০০ টাকার নোট নিয়ে জনসাধারণকে অভয় প্রদান করেন আরবিআই গভর্নর। শক্তিকান্ত দাস বলেন, চিন্তার কোনও কারণ নেই। বাজারে থাকা সব ২০০০ টাকার নোট বদলে দেওয়ার মতো টাকা ব্যাঙ্কগুলির কাছে আছে। তাই তিনি নোট বদলের জন্য তাড়াহুড়ো করতেও বারণ করেছেন। (PTI)
5/6বাড়িতে থাকা ২০০০ টাকার নোট নিয়ে অনেকেই সোনার দোকানেও পৌঁছে যাচ্ছেন। চেনা পরিচিতি থাকলে সেই নোট দিয়ে কেনা যাচ্ছে সোনা। তবে অনেক ক্ষেত্রেই সোনার দোকানের মালিক ২০০০ টাকার নোট গ্রহণ করছেন না। যদিও আরবিআই-এর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে লেখা, ২০০০ টাকার নোট অবৈধ হচ্ছে না। এই আবহে আরবিআই গভর্নর জানিয়েছেন, কোনও দোকান ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করতে পারবে না। হিসেব মতো বর্তমানে বাজারে ৩.৬ লাখ কোটি টাকার ২০০০ টাকার নোট রয়েছে। (PTI)
6/6এদিকে ৩০ সেপ্টেম্বরের পর যদি কারও কাছে ২০০০ টাকার নোট থেকে যায়, তাহলে কি সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে? এই বিষয়ে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০০০ টাকার নোটতে অবৈধ ঘোষণা করা হয়নি। তাই ৩০ সেপ্টেম্বরের পরও যদি কারও কাছে ২০০০ টাকার নোট থেকে থাকে, তবে সেই ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। (PTI)