ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখন ব্যারেল প্রতি ১২২ ডলার ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার ১০ জুন পেট্রোল-ডিজেলের নতুন হার প্রকাশিত হয়েছে।
1/5বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তবে গত ১৯ দিনে ভারতে পেট্রোল-ডিজেলের দাম স্থিরই ছিল। তবে খুব শীঘ্রই পরিস্থিতি আগের মতো হওয়ার আশঙ্কা করছেন অনেকে। কেন? ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
2/5ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখন ব্যারেল প্রতি ১২২ ডলার ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার ১০ জুন পেট্রোল-ডিজেলের নতুন হার প্রকাশিত হয়েছে। ছবি: এএনআই (ANI) (Reuters)
3/5কলকাতায় পেট্রোল ১০৬.০৩ টাকা এবং ডিজেল ৯২.৭৬ টাকা প্রতি লিটার। ছবি: এএনআই (ANI) (Reuters)
4/5ভারতকে সস্তায় অপরিশোধিত তেল দিতে অস্বীকার করেছে রাশিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/5রয়টার্সের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ভারতের দুই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম, রাশিয়ান সংস্থা রোসনেফ্টের সঙ্গে গত কয়েকদিন ধরে আলোচনা করছিল। তবে সেই আলোচনা ব্যর্থ হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)