বাংলা নিউজ > ছবিঘর > Jaishankar on Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর সাফল্যে 'দাম' বেড়েছে ভারতের, মোদীকে নিয়ে মজার ঘটনা শোনালেন জয়শংকর

Jaishankar on Chandrayaan 3: চন্দ্রযান ৩-এর সাফল্যে 'দাম' বেড়েছে ভারতের, মোদীকে নিয়ে মজার ঘটনা শোনালেন জয়শংকর

বিগত কয়েক বছর ধরেই বিশ্ব মঞ্চে অন্যতম কূটনৈতিক শক্তি হয়ে উঠেছে ভারত। সবাই ভারতকে সমীহ করে চলে। ভারতের এই অবস্থানের অনেকটা কৃতিত্বই পাওনা বিদেশমন্ত্রী এস জয়শংকরের। আবার 'ব্র্যান্ড মোদী' এই ক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর। আর এবার ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে চন্দ্রযান ৩।