পরপর তথ্য প্রযুক্তি সংস্থার অফিস। বাংলার আইটি হাব। সেখানেই বিএসএনএলের গুদামে আগুন। ভয়াবহ কাণ্ড
1/4সল্টলেকের উন্মুক্ত জায়গায় বিএসএনএলের গো ডাউন ছিল। সেই গো ডাউনে আচমকা আগুন লেগে যায়। আর তার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। সল্ট লেকের সেক্টর ফাইভ এলাকার ঘটনা। এদিকে চারপাশে একের পর এক আইটি কোম্পানির অফিস। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এরপরই আতঙ্কে অফিস ছেড়ে বেরিয়ে আসেন অনেকে। সল্ট লেকের টেকনোপলিসের ওই অফিস বিল্ডিংগুলিকে দ্রুত খালি করে দেওয়া হয়। পাশাপাশি বাড়িগুলি থেকেও বাসিন্দাদের নামিয়ে আনা হয়।
2/4দুপুর দেড়টা নাগাদ প্রথমে আগুন লাগে। ওই জায়গায় প্রচুর তার জড়ো করা ছিল। এদিকে ওই জায়গায় ঝোপঝাড় প্রচুর ছিল। সেক্টর ফাইভের আকাশ একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দূর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। এদিকে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। রাস্তায় একের পর এক গাড়ি আটকে যায়। প্রায় সাড়ে তিনঘণ্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে।
3/4তবে দমকল সূত্রে খবর, আগুনটি ওই গোডাউনের জায়গাতেই কেন্দ্রীভূত ছিল। সেকারণে হতাহতের কোনও ঘটনা হয়নি। দমকলকর্মীদের ধারনা হয়তো সিগারেট বা বিড়ির টুকরো পড়েছিল। তার জেরে আগুন ধরে থাকতে পারে। টেকনোপলিসের একাধিক অফিস খালি করে দেওয়া হয়।
4/4এক আইটি কর্মী জানিয়েছেন, আমরা অফিসে কাজ করছিলাম। এমন সময়ে দেখি কালো ধোঁয়া। কাঁচের জানালা দিয়েও আগুন দেখা যাচ্ছিল। দ্রুত অফিস থেকে নামার চেষ্টা করি। এরপর সিকিউরিটির স্টাফরা আমাদের নিরাপদে নামিয়ে আনেন। অলোক দাস নামে এক কর্মী বলেন, পুলিশ খুব সহায়তা করেছে। তবে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দমকলমন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে যান।