1/5শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান সবসময় বি-টাউনে তাঁর ফ্যাশন দিয়ে লাইমলাইট দখল করে রাখেন। সুন্দরীর স্টাইলিশ ছবি দেখতে খুব পছন্দ করেন ভক্তরা। তাই তো বলিউডে পা না রাখলেও, সুহানার ফ্যান ফলোইং ইর্ষণীয়। জল্পনা অনুযায়ী, সুহানা খান শীঘ্রই একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অভিনয়ের জগতে পা রাখবেন।
2/5২১ বছরের সুহানাকে দেখা গেল মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি চিকনকারি লেহেঙ্গায়। ব্যাকলেস চোলির সঙ্গে সাদা লেহেঙ্গায় ফটোশুট সেরেছেন তিনি। ন্যুড মেকআপ, স্মোকি আই ও কালো টিপে সেজেছিলেন তিনি। গানে রুপোর ভারি ঝুমকো। সুহানার ছবি মুগ্ধ করেছে গৌরীকেও।
3/5সুহানার এই ছবিগুলিতে জ্বলজ্বল করছে গৌরীর কমেন্ট। যেখানে তিনি লিখেছেন ‘PURE’। সঙ্গে একটা রেড হার্ট ইমোজি। সঙ্গে শাহরুখ-কন্যার প্রশংসা করতে দেখা গেল সীমা খান, ভাবনা পান্ডে এবং আরও অনেক তারকাকে। এরপরই ভাইরাল হয়ে যায় সুহানার এই স্টাইল। হাজার হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশংসা করতে থাকেন সুহানার লুকের।
4/5নিউইয়র্ক থেকে স্নাতকোত্তর করার পর সুহানা খান এখন রুপোলি পরদায় আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। শীঘ্রই শুরু হতে চলেছে তাঁর অভিনয় জীবন। সুহানাকে দেখা যাবে নেটফ্লিক্সের সিনেমায়। জোয়া আখতারের 'দ্য আর্চিস'-এর মাধ্যমেই OTT প্লাটফর্ম দিয়ে অভিনয় জীবনে পা রাখবেন তিনি।
5/5এতদিন বাইরে থাকলেও, চলতি বছরেই ফেরেন মুম্বইতে। আর দেশে পা রাখার সাথে সাথে সুহানাকে কখনও দেখা যাচ্ছে বাবার ব্যবসায় তো কখনও বলিউড পার্টিতে। চলতি বছরে আইপিএলের অকশনে গিয়েছিলেন তিনি। সাথে দিন কয়েক আগে ফারহান আখতার ও শিবানি দান্ডেকরের রিসেপশন পার্টিতেও পৌঁছে গিয়েছিলেন কালো রম্পারে।