বাংলা নিউজ >
ছবিঘর > Share Market News: কোহিনুর তো আছেই, আদানির নাম জুড়তেই রকেট হল আরও এক শেয়ার! ছুঁল ‘আপার সার্কিট’
Share Market News: কোহিনুর তো আছেই, আদানির নাম জুড়তেই রকেট হল আরও এক শেয়ার! ছুঁল ‘আপার সার্কিট’
Updated: 21 May 2022, 09:52 AM IST
Ayan Das
কোহিনুর ফুডস (Kohinoor Foods) তো ছিলই। এবার আদানি গ্রুপের (Adani Group) নাম জুড়তেই শেয়ার বাজারে রকেটের গতিতে উত্থান হল আরও একটি সংস্থার। ছুঁয়ে ফেলেছে ‘আপার সার্কিট’। গত পাঁচদিনেই প্রায় ২১ শতাংশ উত্থান হয়েছে ওই সংস্থার শেয়ারের।
1/5কোহিনুর তো আছেই, আদানির নাম জুড়তেই রকেট হল আরও এক শেয়ার! ছুঁল ‘আপার সার্কিট’। (ছবি সৌজন্যে রয়টার্স এবং পিটিআই)2/5Kohinoor Foods & HDIL (Housing Development & Infrastructure) - সম্প্রতি শেয়ার বাজারে দুটি সংস্থার গ্রাফ ভালোভাবে এগোচ্ছে। দুটি সংস্থার শেয়ারই ‘আপার সার্কিট’ ছুঁয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)3/5বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) শুক্রবার কোহিনুর ফুডসের শেয়ার ‘আপার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে। ৪.৮৭ শতাংশ উত্থানের ফলে কোহিনুর ফুডসের প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৩১.২৫ টাকায়। একইভাবে শুক্রবার এইচিডিআইএলের প্রতিটি শেয়ারের দাম ৪.৯৮ শতাংশ বেড়ে ৬.৭৪ টাকায় পৌঁছে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)4/5কী কারণে কোহিনুর ফুডসের শেয়ারে ‘গতি’ এসেছে? বাজারের বিশেষজ্ঞদের বক্তব্য, ওই দুই সংস্থার উত্থানের পিছনেই আদানি গ্রুপের (Adani Group) হাত আছে। কোহিনুর ফুডসের অধিগ্রহণের ঘোষণা করেছে আদানি উইলমার (Adani Wilmar)। তারপরেই শেয়ার বাজারে লাগাতার উত্থান হয়েছে কোহিনুর ফুডসের। গত পাঁচটি সেশনে ২১ শতাংশ উত্থান হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)5/5কী কারণে Housing Development & Infrastructure-র শেয়ারে ‘গতি’ এসেছে? আপাতত HDIL কেনার দৌড়ে এগিয়ে আছে গৌতম আদানির মালিকাধীন আদানি গ্রুপ। আদানির নাম যোগ হতেই শেয়ার বাজারে বুস্টার ডোজ পেয়েছে HDIL। গত পাঁচটি সেশনে ২০.৯১ শতাংশ রিটার্ন মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)অন্য গ্যালারিগুলি