আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে নিম্নচাপ। আর এর প্রভাবে সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। নেমেছে তাপমাত্রার পারদ। বইছে হাওয়া।
1/5শনিবার যে নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছিল তার বর্তমান অবস্থান বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে। এই নিম্নচাপের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে।
2/5নিম্নচাপের প্রভাবে ৯, ১০ এবং ১১ অগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে। ওড়িশা উপকূলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3/5মৎস্যজীবিদের ১১ তারিখ পর্যন্ত সমুদ্র যেতে মানা করা হয়েছে। উপকূলে জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
4/5উত্তরবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন হালকা বৃষ্টি হবে এবং তাপমাত্রা খানিকটা বাড়বে। কলকাতায় ৯ এবং ১০ অর্থাৎ আগামিকাল এবং পরশু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
5/5কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। সোমবার দিনের আকাশ মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে।