বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > Asia Cup 2023: পিচ থেকে টস, বিরাট না বাবর, কোন ৫টি ফ্যাক্টর IND vs PAK ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে

Asia Cup 2023: পিচ থেকে টস, বিরাট না বাবর, কোন ৫টি ফ্যাক্টর IND vs PAK ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে

পিচ, আবহাওয়া নাকি টস, জানেন কোন পাঁচটি বিষয়ের উপর ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে? অনেকেই মনে করছেন শাহিন আফ্রিদি, বিরাট কোহলি, বাবর আজমদের দিকেও তাকিয়ে থাকতে হবে। কারণ তারাও যে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তবে এই ম্যাচের বড় ফ্যাক্টর হতে পরে রোহিত শর্মার নেতৃত্ব ও তাঁর নেওয়া কিছু সিদ্ধান্ত।