প্রথম দিনেই ৯টি খেলায় অংশ নেবে ভারত। মাঠে নামবে ভারতের মহিলা ক্রিকেট দলও।
1/5চোটের জন্য শেষ মুহূর্তে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গিয়েছেন নীরজ চোপড়া। শুধু পদক নয়, বরং বার্মিংহ্যামে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন অলিম্পিক্স গোল্ড মেডেলিস্ট নীরজ। তিনি গেমস ভিলেজে থাকলে নিঃসন্দেহে উদ্বোধনী মার্চ পাস্টে ভারতের পতাকা বহন করতেন। তবে তারকা জ্যাভেলিন থ্রোয়ার না থাকায় ভারতকে পরিকল্পনা বদল করতে হয়।
2/5নীরজের বদলে প্রাথমিকভাবে পিভি সিন্ধুর নাম ভারতের পতাকা বাহক হিসেবে ঘোষণা করা হয়। পরে অলিম্পিক্স পদকজয়ী সিন্ধুর সঙ্গে জুড়ে দেওয়া হয় হকি তারকা মনপ্রীতকে।
3/5সেই মতোই আলেকজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা দেখা যায় মনপ্রীত ও সিন্ধুর হাতে। ভারতীয় তারকাদের পরনে ছিল নীল কুর্তা ও সাদা পাজামা।
4/5এবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে ২১১ জন ভারতীয় অ্যাথলিট। যাঁদের মধ্যে পুরুষ অ্যাথলিট হলেন ১০৬জন। মহিলা অ্যাথলিট ১০৫ জন। ১৬টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত।
5/5প্রথম দিনে ৯টি খেলায় লড়াই চালাবেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতের মহিলা ক্রিকেট দল। ঘানার বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারতের মহিলা হকি দল। পাকিস্তানের বিরুদ্ধে কোর্টে নামবে ভারতের ব্যাডমিন্টন দল।