বিষেণ সিং বেদীর শেষকৃত্যে হাজির কপিল থেকে সেহওয়াগ, অশ্রুসজল বিদায় কিংবদন্তিকে- দেখুন ছবিতে
Updated: 24 Oct 2023, 08:47 PM ISTপ্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদী, যিনি ৭৭ বছর বয়সে মারা যান। মঙ্গলবার নয়াদিল্লির লোধি রোড শ্মশানে বেদীর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর শেষকৃত্যে যোগ দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব এবং কীর্তি আজাদ। আজহার থেকে বীরেন্দ্র সেহওয়াগ ও অজয় জাদেজা সকলেই হাজির ছিলেন।
পরবর্তী ফটো গ্যালারি