SRH vs MI: নিজের ফাঁদেই জড়ালেন হার্দিক! নুনের ছিটে দিয়ে ক্লাসেন বললেন ‘ওটাই প্ল্যান ছিল’
Updated: 27 Mar 2024, 10:02 PM IST৩৪ বলে অপরাজিত ৮০ রান। চারটি চার মারেন। আর তাঁর ব্যাট থেকে আসে সাতটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৩৫.২৯। হেনরিখ ক্লাসেনের সেই বিধ্বংসী ইনিংসের সুবাদে আইপিএলে ইতিহাস গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর কী বললেন ক্লাসেন, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি