পাঁচ বছর, ৪০ ইনিংস - ঠিক অতদিন এবং এতগুলি ইনিংস পর আইপিএলে গুরুত্বপূর্ণ মাইলস্টোন পার করলেন গ্লেন ম্যাক্সওয়েল। কী জেনে নিন -
1/4দীর্ঘ পাঁচ বছর পর আইপিএলে ফের অর্ধশতরান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। (ছবি সৌজন্য আইপিএল)
2/4বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ‘বিগ শো’। (ছবি সৌজন্য আইপিএল)
3/4এর আগে, ম্যাক্সওয়েলের শেষ অর্ধশতরান এসেছিল ২০১৬ সালের ৪ মে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪২ বলে ৬৮ রান করেছিলেন। দুটি অর্ধশতরানের মধ্যে সবথেকে বেশি ইনিংসের ফারাকের নিরিখে আইপিএলের ইতিহাসে চতুর্থ স্থানে (৪০ ইনিংস) আছেন তিনি। শীর্ষে আছেন ইউসুফ পাঠান। (ছবি সৌজন্য আইপিএল)
4/4আর সেই অর্ধশতরানের পর আরসিবি সমর্থকদের আশা, অবশেষে আইপিএলে ফর্মে ফিরেছেন ম্যাক্সওয়েল। আর এবার তাঁদের দলের বৈতরণী পার করলেন অস্ট্রেলিয়ান তারকা। (ছবি সৌজন্য, টুইটার আরসিবি)