এর আগে এক ধাক্কায় ১০% হ্রাস করা হয়েছিল পেট্রোলের দাম। সোমবার পেট্রোলের দাম ৪০ টাকা কমিয়ে ৩৭০ টাকা($১.০২) প্রতি লিটার করা হয়েছে।
1/5শ্রীলঙ্কার অর্থনীতি চলতি বছর ৯.২% সংকুচিত হবে। এমনই সতর্কতা বিশ্ব ব্যাঙ্কের। আর তার পরপরই সোমবার জ্বালানির দাম হ্রাস করল শ্রীলঙ্কা। ফাইল ছবি: টুইটার (Bloomberg)
2/5এর আগে এক ধাক্কায় ১০% হ্রাস করা হয়েছিল পেট্রোলের দাম। সোমবার পেট্রোলের দাম ৪০ টাকা কমিয়ে ৩৭০ টাকা($১.০২) প্রতি লিটার করা হয়েছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
3/5কিন্তু ডিসেম্বরের তুলনায় দাম এখনও অনেকটাই বেশি। ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় পেট্রোলের দাম এখনও দ্বিগুণ এবং ডিজেলের দাম তিনগুণেরও বেশি রয়ে গিয়েছে। ফাইল ছবি: এপি (Bloomberg)
4/5শ্রীলঙ্কার পরিস্থিতি এমনই যে, ডিজেলের অভাবের কারণে যাতায়াত ব্যবস্থাও কার্যত বন্ধ হওয়ার পর্যায়ে। তবে দাম হ্রাসের পর এই পরিষেবাগুলি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। যদিও ভাড়া আকাশছোঁয়া। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)