'নতুন জীবনের নতুন আলো…' - আবারও নতুন স্বপ্ন, আকাঙ্খা নিয়ে শুরু হল নববর্ষ। পয়লা বৈশাখের দিনটা বাঙালির কাছে আবেগের। পুরনো নীতির হাত ধরে নয়া সূচনা, নয়া জামাকাপড় - পয়লা বৈশাখ মানেই ঐতিহ্য। গত দু'বার করোনাভাইরাস পরিস্থিতিতে জৌলুস কিছুটা কমে গেলেও এবার (শুভ নববর্ষ ১৪২৯) উন্মাদনা অনেকটাই বেশি। সেই পরিস্থিতিতে নিজের প্রিয়জনকে জানিয়ে ফেলুন নববর্ষের শুভেচ্ছা।
1/10পূর্ণ হোক তোমার সকল আশা, নববর্ষে এটাই আমাদের আশা। শুভ নববর্ষ ১৪২৯। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/10নতুন জীবনের নতুন আলো, নতুন বছর ভালো কাটুক। শুভ নববর্ষ ১৪২৯। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/10ঘোর অন্ধকার আসে। তা পিছনে ফেলে এগিয়ে চল, সবাই একে অপরের হাত ধরে - পয়লা বৈশাখ ঠিক এটাই সবসময় বলে এসেছে। শুভ নববর্ষ ১৪২৯। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/10এই নববর্ষে পুরনো সমস্ত কষ্টের স্মৃতিগুলিকে মন থেকে মুছে ফেল। দুঃখ, কষ্ট, বেদনা ভুলে গিয়ে নতুন ভোরের আলোর দিকে নজর রাখ। নতুন বছরের প্রথম সূর্য, তোমার জীবনে নিয়ে আসুক অপার সুখ ও ভালোবাসা। শুভ নববর্ষ ১৪২৯। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)