Sugar in Nestle Baby Food: মেশানো হচ্ছে চিনি, ভারতে বেবি-ফুড তৈরিতে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে!
Updated: 18 Apr 2024, 01:58 PM ISTবিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য সংস্থা নেসলে ভারত সহ বেশ কয়েকটি দেশে শিশু দুধ এবং শস্যজাত পণ্যগুলিতে চিনি এবং মধু মেশাচ্ছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। পাবলির আইন নামক এক সংস্থা এই সংক্রান্ত তদন্ত চালায় নেসলের পণ্যগুলির ওপরে। আর সেখান থেকেই এই গুরুতর তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি