Water Crisis in India: গরম পড়তে না পড়তেই জল সংকট! ভারতের ৬ শহরের ছবি দেখলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হবেন
Updated: 23 Mar 2024, 02:44 PM ISTবেঙ্গালুরুতে গত দেড় মাস ধরে জলের সংকট চলছে। ভূগর্ভস্থ জল হ্রাস, বর্ষাকালে বৃষ্টিপাতের অভাব এবং জলস্তর নেমে যাওয়ার কারণে বেঙ্গালুরু জল সংকট দেখা দিয়েছে। একইভাবে ভারতের ছয়টি শহরও এই সংকটে ভুগছে।
পরবর্তী ফটো গ্যালারি