তালিকা অনুযায়ী, দেশের সবচেয়ে বেশি মহিলা কর্মী নিয়োগকারী ১০টি সংস্থা হল, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মাদারসন সুমি সিস্টেমস, টেক মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং পেজ ইন্ডাস্ট্রিজ।
1/5দেশের শীর্ষ ১০ মহিলা কর্মী নিয়োগকারীর তালিকায় এক নম্বরে TCS। টাটা কনসালটেন্সি সার্ভিসেস-এ মোট ২.১ লক্ষ কর্মী চাকরি করেন। এর মধ্যে প্রায় ৩৫%-ই মহিলা। অ্যাক্সিস ব্যাঙ্কের বারগান্ডি প্রাইভেট এবং হুরুন ইন্ডিয়ার প্রকাশিত রিপোর্টে এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এর পরেই এই তালিকায় রয়েছে ইনফোসিস, উইপ্রো, HCL টেকনোলজিস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেখানে যথাক্রমে ৪০ শতাংশ, ৩৬ শতাংশ, ২৮ শতাংশ এবং ১৮ শতাংশ মহিলা কর্মী চাকরি করেন। ফাইল ছবি: পিটিআই (Reuters)
3/5তালিকা অনুযায়ী, দেশের সবচেয়ে বেশি মহিলা কর্মী নিয়োগকারী ১০টি সংস্থা হল, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মাদারসন সুমি সিস্টেমস, টেক মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং পেজ ইন্ডাস্ট্রিজ। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Reuters)
4/5এর মধ্যে অনুপাতের নিরিখে এক নম্বরে পেজ ইন্ডাস্ট্রিজ। এই সংস্থার প্রায় ৭৪ শতাংশ-ই মহিলা কর্মী। এর পরেই রয়েছে মাদারসন সুমি সিস্টেমস। সেখানে ৪১ শতাংশ মহিলা কর্মী কাজ করেন। ফাইল ছবি: মিন্ট (Reuters)
5/5রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশের বৃহত্তম ৫০০ সংস্থায় গড়ে বোর্ডের ১৬ শতাংশ সদস্যই মহিলা। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এবং সংস্থাগুলির আরও উন্নতির সঙ্গে সঙ্গে উচ্চপদে মহিলাদে সংখ্যাও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রতীকী ছবি: টুইটার (Reuters)