TCS on WFH: 'শেষ' ওয়ার্ক ফ্রম হোম? সপ্তাহে ৫ দিনই অফিসে যেতে হবে, কর্মীদের জানাল TCS
Updated: 30 Sep 2023, 04:21 PM ISTকোভিডকালে সব আইটি সংস্থাই 'ওয়ার্ক ফ্রম হোম'-এর রীতি চালু করেছিল। কোভিড চলে গেলেও সেই রীতি থেকে গিয়েছিল। পরে 'হাইব্রিড' মোড শুরু হয়। মাঝে মাঝে অফিসে অফিসে গিয়ে কাজ, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম। তবে এবার টিসিএস জানিয়ে দিল, অক্টোবর থেকে সপ্তাহে পাঁচদিনই অফিসে এসে কাজ করতে হবে।
পরবর্তী ফটো গ্যালারি