টোকিওয় উড়ে যাওয়ার আগে চানু কথা দিয়েছিলেন, পদক নিয়ে তবেই দেশে ফিরবেন। কথা রেখেছেন মীরাবাঈ। দেশের ফেরার পর অলিম্পিক্সে রপো জয়ী তারকার ইচ্ছাপূরণ করলেন দেশের বর্তমান ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সেলিব্রেশনে চানুকে খাওয়ানো হল তাঁর প্রিয় পিৎজা।
1/7টোকিও অলিম্পিক্সের রুপো জয়ের পর মীরাবাঈ চানু ইতিমধ্যেই দেশে ফিরেছেন। দেশে ফেরার পরেই রাজকীয় সংবর্ধনা পেলেন তারকা ভারোত্তলক।
2/7কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর অলিম্পিক পদকজয়ী তারকাকে সংবর্ধনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরেন রিজিজু।
3/7এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী কিষাণ রেড্ডি, ক্রীড়া প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক, চানুর কোচ বিজয় শর্মা প্রমুখ।
4/7প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রিজিজু টুইটারে জানিয়েছেন যে, টোকিওয় উড়ে যাওয়ার আগে মীরাবাঈ কথা দিয়েছিলেন পদক নিয়েই দেশে ফিরবেন। বলাবাহুল্য, কথা রেখেছেন চানু।
5/7টোকিওয় রুপো জয়ের পরেই পিত্জা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মীরাবাঈ। কিরেন রিজিজু অনুষ্ঠানের শেষে মীরাবাইয়ের সঙ্গে নিজেও পিত্জা খেয়ে সেলিব্রেট করেন চানুর সাফল্য। পিত্জায় কামড় দেন অনুরাগ ঠাকুরও।
6/7গত শনিবার অলিম্পিক্সে ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন চানু। টোকিওয় এটাই ভারতের প্রথম পদক। যদিও চানুর ইভেন্টে সোনা জেতা চিনা ভারোত্তলকের ডোপ টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। তিনি যদি ডোপ টেস্টে পজিটিভ চিহ্নিত হন, তবে চানুরো রুপোর পদক সোনায় পরিণত হতে পারে।
7/7স্বাভাবিকভাবেই অলিম্পিক পদক জয়ের পর থেকে অভিনন্দনের বন্যায় ভাসছেন মীরাবাঈ চানু।