কয়েক মাস আগে পর্যন্তও যে শেয়ার মাল্টিব্যাগার নামে পরিচিত ছিল, আজ সেই শেয়ারই ক্রমেই নেমে চলেছে। শেয়ারের নাম টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেড। সংক্ষেপে যা TTML নামেও পরিচিত।
1/5টাটা গ্রুপের একটি শেয়ারের আচরণে কার্যতই হতবাক বিনিয়োগকারীরা। আর তা হবে না-ই বা কেন। কয়েক মাস আগে পর্যন্তও যে শেয়ার মাল্টিব্যাগার নামে পরিচিত ছিল, আজ সেই শেয়ারই ক্রমেই নেমে চলেছে। শেয়ারের নাম টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেড। সংক্ষেপে যা TTML নামেও পরিচিত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/5বৃহস্পতিবার TTML-এর শেয়ার BSE-তে তার ৫২ সপ্তাহের সর্বনিম্নে এসে ঠেকে। বৃহস্পতিবার এই শেয়ারের দাম প্রায় ৩% হ্রাস পেয়ে ৬৯.৩০ টাকায় দাঁড়িয়েছে। এর আগের পাঁচ দিনে এই শেয়ার প্রায় ৯.৮১% কমেছে। গ্রাফ: গুগল ফাইন্যান্স (Reuters)
3/5TTML-এর শেয়ারের অবস্থা: চলতি বছর YTD হিসাবে এই শেয়ার প্রায় ২৭.৪৫% নেমেছে। এই সময়ের মধ্যে এই শেয়ার ৯১ টাকা থেকে নেমে ৬৬ টাকায় নেমে এসেছে। গ্রাফ: গুগল ফাইন্যান্স (Reuters)
4/5গত বছর, ২০২২ সালের ৬ এপ্রিল এই শেয়ার ২১০ টাকার স্তরে ছিল। অর্থাত্, এই সময়ের মধ্যে শেয়ারটি প্রায় ৬৭% হ্রাস পেয়েছে। ১৩ জানুয়ারি ২০২২-এ এই শেয়ার ২৬২.৭০ টাকার স্তরে পৌঁছেছিল। এই সময়ের তুলনায় এখন শেয়ারের দাম অনেকটাই হ্রাস পেয়েছে। একটু-আধটু নয়, প্রায় ৭৩%-এরও বেশি হ্রাসপ্রাপ্ত হয়েছে। ২৬২.৭০ টাকাই এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ছিল। ফাইল ছবি: পিটিআই (Reuters)
5/5TTML-এর ব্যবসা: ব্যবসায়িক দিক থেকে কিন্তু বাজারের নামজাদাদের মধ্যে অন্যতম টিটিএমএল। টাটা টেলি বিজনেস সার্ভিসেস ব্র্যান্ডের মাধ্যমে এই সংস্থা ভারতে অন্য কোম্পানির ব্যবসার জন্য টেলিকম সংযোগ, সহায়তা, ক্লাউড, সিকিউরিটি, IoT এবং বিপণন সংক্রান্ত সলিউশনস প্রদান করে। তবে সংস্থার লোকসানের কারণেই শেয়ারের এই অবস্থা বলে মনে করা হচ্ছে। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার নেট লোকসান ২৮৭.৪৯ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)