টুইটারের ‘ব্ল-টিক’ বা ভেরিফিকেশনের জন্য মাসিক... more
টুইটারের ‘ব্ল-টিক’ বা ভেরিফিকেশনের জন্য মাসিক ‘ভাড়া’ নেওয়ার ঘোষণা করলেন ইলন মাস্ক। ‘চিফ টুইট’ এক পোস্টে ঘোষণা করেন, এবার থেকে ব্লু-টিকের জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে টুইটার ব্যবহারকারীদের।
1/5টুইট বার্তায় মাস্ক লেখেন, ‘কার কাছে ব্লু চেকমার্ক রয়েছি কি নেই, টুইটারের বর্তমান এই মনিব এবং ভৃত্যের ব্যবস্থা বুল**। মানুষের ক্ষমতায়ন হোক! এবার থেকে ব্লু টিকের জন্য মাসে ৮ ডলার করে দিতে হবে।’ (REUTERS)
2/5অর্থ, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা চাইলেই নিজেদের অ্যাকাউন্টকে ‘ভেরিফায়েড’ (নামের পাশে ব্লু টিক) করাতে পারেন। এর জন্য ভারতীয় মুদ্রায় এখন থেকে মাসে ৭০০ টাকা খরচ করতে হবে টুইটার ব্যবহারকারীকে। (REUTERS)
3/5বিভিন্ন দেশের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে ব্লু টিকের দাম নির্ধারণ করা হবে বলে জানান মাস্ক। অ্যাকাউন্ট ভেরিফায়েড থাকলে (নামের পাশে ব্লু টিক থাকলে) ব্যবহারকারীদের ‘রিপ্লাই’কে অগ্রাধিকার দেওয়া হবে। (REUTERS)
4/5এদিকে কোনও নাম করা ব্যক্তিত্ব হলে ব্লু টিকের পাশাপাশি ‘সেকেন্ডরি ট্যাগ’ থাকবে। মাস্কের কথায়, এই নয়া নিয়মের ফলে ক্রিয়েটারদের আয়ের উৎস তৈরি হবে। কেউ ‘মেনশন’ করলে বা ‘সার্চ’ করলেও ভেরিফায়েড অ্যাকাউন্টগুলি আগে দেখাবে। (REUTERS)
5/5এদিকে কোনও ব্যবহারকারীর অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে তিনি লম্বা ভিডিয়ো বা অডিয়ো পোস্ট করতে পারবেন। অর্ধেকেরও কম বিজ্ঞাপন দেখতে হবে ভেরিফায়েড টুইটার ব্যবহারকারীদের। যারা টুইটারের সঙ্গে কাজ করতে চান, তারা ‘পেওয়াল বাইপাস’-র সুবিধা পাবেন। (REUTERS)