Ukraine on G20 Delhi Declaration: 'গর্বের কিছুই হয়নি', দিল্লি ঘোষণাপত্রের সমালোচনায় মুখর যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন
Updated: 10 Sep 2023, 10:19 AM ISTইউক্রেন যুদ্ধের উল্লেখ রেখেই নয়াদিল্লি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে। সেই ঘোষণাপত্র গ্রহণ করেছ রাশিয়া, চিন সহ সব সদস্য দেশ। এটিকে ভারতের কূটনৈতিক জয় হিসেবে দেছেন অনেকেই। তবে এই ঘোষণাপত্রের সমালোচনা মুখর হয়েছে ইউক্রেন। যুদ্ধের জন্য রাশিয়াকে 'দায়ী' না করায় সরব হয়েছে পূর্ব ইউরোপের দেশটি।
পরবর্তী ফটো গ্যালারি