বাংলা নিউজ > ছবিঘর > Underground Bunkers in Aksai Chin: বেড়েছে PLA-র গতিবিধি, আকসাই চিনে মাটির নীচে তৈরি হয়েছে বাঙ্কার, গড়ে উঠেছে নয়া সড়ক

Underground Bunkers in Aksai Chin: বেড়েছে PLA-র গতিবিধি, আকসাই চিনে মাটির নীচে তৈরি হয়েছে বাঙ্কার, গড়ে উঠেছে নয়া সড়ক

বহু দশক আগেই ভারতের থেকে আকসাই চিন ছিনিয়ে নিয়েছিল পিএলএ বা পিপলস লিবারেশন আর্মি। এত বছর ধরে অবৈধ ভাবে সেই ভূখণ্ড দখল করে রেখেছে তারা। আর বিগত কয়েক বছরে লাদাখের আরও বহু জায়গায় চিনা আগ্রাসন দেখা গিয়েছে। এরই মধ্যে আসাই চিনে নতুন করে পিএলএ-র গতিবিধি লক্ষ্য করা গিয়েছে।